আর্কাইভ থেকে ক্রিকেট

চার বলে চার উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ক্যাম্ফারের রেকর্ড

চার বলে চার উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ক্যাম্ফারের রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক করলেন আয়ারল্যান্ড জাতীয় দলের পেসার ক্যাম্ফার। 

সোমবার (১৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার দশম ওভারে এই কীর্তি গড়েন আইরিশ এই বোলার। শুধু হ্যাট্রিক নন এই অলআউন্ডার ৪ বলে নেন ৪ উইকেট।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ইনিংসের দশম ওভারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নেয়ার মাধ্যমে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি চার বলে চার উইকেট নেয়ার বিরল রেকর্ড গড়েছেন ক্যাম্ফার।

বিশ্বের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে চার বল চার উইকেট নেয়ার রেকর্ড গড়লেন ক্যাম্ফার। তার আগে লাসিথ মালিঙ্গা ও রশিদ খান করে দেখিয়েছেন এমন কীর্তি। এর মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একবার করে চার বল চার উইকেট নিয়েছেন মালিঙ্গা।

সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের ২০তম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন ক্যাম্ফার। তবে আয়ারল্যান্ডের প্রথম বোলার হিসেবে কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড গড়লেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন চার | বলে | চার | উইকেট | নিয়ে | আয়ারল্যান্ডের | ক্যাম্ফারের | রেকর্ড