আর্কাইভ থেকে দেশজুড়ে

চট্টগ্রাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস শুরু

চট্টগ্রাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস শুরু

চট্টগ্রাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে স্বশরীরে ক্লাস শুরু হয়েছে। ছাত্র-ছাত্রীদের পদচারনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্য ফিরেছে। সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ২৭ হাজারের মতো। তাদের মধ্যে কারা টিকা দিয়েছেন, কত ডোজ দিয়েছেন, সে তথ্য সংগ্রহ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে ২৪ হাজার শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছেন। 

অন্যদিকে দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে খুলনা বিশ্বিবদ্যালয় ক্যাম্পাস। গতকাল থেকেই খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয় আবাসিক হল। 

স্বাস্থ্যবিধির নিশ্চিত করতে ক্যাম্পাসে হাত ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্তত এক ডোজ টিকা নেয়ার শর্তে হলে উঠেন শিক্ষার্থীরা। 

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রাম | খুলনা | বিশ্ববিদ্যালয়ে | স্বশরীরে | ক্লাস | শুরু