আন্তর্জাতিক

কম্বোডিয়ায় হামলা চালালো থাইল্যান্ডের বিমান বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের বিমান বাহিনী এফ-১৬ যুদ্ধবিমানের মাধ্যমে কম্বোডিয়ার বান্তে মিঞ্চে প্রদেশের চৌক চে গ্রামে ধারাবাহিক হামলা চালিয়েছে। বিমান হামলার পর থাই বাহিনী ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে গ্রামে প্রবেশ করে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে

দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মালি সোচেতা জানান, ভোরের এই হামলায় প্রায় ৪০টি বোমা ফেলা হয়েছে। তিনি বলেন, বিমান হামলার পর থাই বাহিনী কম্বোডিয়ার ভূখণ্ডে পদাতিক ও সাঁজোয়া যান পাঠিয়ে আগ্রাসন অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর থেকে কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়। কম্বোডিয়ার কর্তৃপক্ষ অভিযোগ করেছে, থাই বাহিনী কয়েক দিন ধরে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে এক পর্যায়ে তাদের অবস্থানগুলোতে হামলা শুরু করেছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #থাইল্যান্ডের বিমান বাহিনী #কম্বোডিয়া #ধারাবাহিক হামলা