আর্কাইভ থেকে ক্রিকেট

পঞ্চাশ ওভারের আগেই গুটিয়ে গেল টাইগাররা

পঞ্চাশ ওভারের আগেই গুটিয়ে গেল টাইগাররা
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। তবে মিডল অর্ডারে তিন ব্যাটারের ফিফটিতে ৪৮.৫ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছে তামিম ইকবালের দল। আজ সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে স্যাম কারানের বলে উইকেটের পিছনে জস বাটলারের হাতে ক্যাচ তুলে দেন ওপেনার লিটন দাস। এরপর তৃতীয় ওভারে কারানের বলেই প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক তামিমও। বিদায়ের আগে ৬ বলে ১১ রান করেন দেসসেরা এই ওপেনার। এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ের মুখে পড়া বাংলাদেশের ইনিংসের গুরুদায়িত্ব নেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ইংলিশ বোলারদের চাপ সামলে নাজমুল-মুশফিক জুটিটা বেশ জমেও উঠেছিল। তবে ৯৮ রানের জুটি গড়ে দলীয় ১১৫ রানের মাথায় শান্ত রান আউটের ফাঁদে পড়ে বিদায় নিলে ভেঙে যায় সে জুটি। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাঁকানো শান্ত ৭১ বলে করেন ৫৩ রান। নাজমুলের ফিরে যাওয়ার দুই বল পর ক্যারিয়ারের ৪৩তম ফিফটির দেখা পান অভিজ্ঞ মুশফিক। এরপর অবশ্য ৭০ রানে থাকা অবস্থায় আদিল রশিদের বলে বোল্ড হয়ে যান মুশফিক। রান পাননি মাহমুদউল্লাহ রিয়াদও, ৮ রান করে বোল্ড আউট হয়ে ফিরে যান। ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন, ফিরে যান ১৫ রানে। তবে ব্যাট হাতে অবিচল ছিলেন সাকিব আল হাসান। এরপর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। তবে শেষ দিকে সাকিব দ্রুত রান তোলার চেষ্টা করলেও বেশি দূর দলকে নিতে পারেননি। ৭৫ রানে আর্চারের শিকার হয়ে বিদায় নেন তিনি। সাকিবের বিদায়ের পর আর কোন ব্যাটার টিকতে পারেননি ক্রিজে। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষ হবার আগেই ২৪৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।  

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চাশ | ওভারের | আগেই | গুটিয়ে | টাইগাররা