আর্কাইভ থেকে ক্যাম্পাস

কুবিতে প্রাধ্যক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ সেই ছাত্রলীগ নেত্রীর

কুবিতে প্রাধ্যক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ সেই ছাত্রলীগ নেত্রীর
এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ মো: সাহেদুর রহমানের  বিরুদ্ধে হেনস্তা ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনে উপাচার্য বরাবর লিখিত দিয়েছেন হল ছাত্রলীগের সভাপতি কাজী ফাইজা মেহজাবিন। তবে গেলো শনিবার (৪ মার্চ) হলের আসন বরাদ্দের বিষয়ে হলের প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমানকে শাসানোর অভিযোগ উঠেছে ফাইজা মাহজাবিনের বিরুদ্ধে। সোমবার (৬ মার্চ) হেনস্তার বিচার চেয়ে উপাচার্য বরাবর অভিযোগ দিয়েছেন ফাইজা। অভিযোগ পত্রে তিনি বলেন, বিগত তিন মাসে তিনি (প্রাধ্যক্ষ) নানা ভাবে আমাকে হেনস্তা করেছেন। কখনো তিনি বিনা অনুমতিতে ঠুনকো অজুহাতে আমার কক্ষে প্রবেশ করে আমাকে বিব্রত করেছেন, কখনো পূর্ব নোটিশ ব্যতীত কক্ষের ব্যক্তিগত লকার চেক করেছেন। একজন পুরুষ শিক্ষকের হুটহাট আমার কক্ষে প্রবেশের বিষয়টি আমাকে প্রায় সময় বিব্রত করে। এসব ঘটনাকে আমি ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করি। এছাড়া অন্যান্য নারী শিক্ষার্থীদের কক্ষেও তিনি প্রায়ই অবাধে প্রবেশ করেন। এসকল বিষয় এবং হলের নানা সমস্যা নিয়ে কথা বলতে গেলে প্রাধ্যক্ষ স্যার আমাকে নিয়ে বিভিন্ন সময় অশালীন মন্তব্য এবং অপমানজনক আচরণ করেছেন। তাঁর এহেন কর্মকাণ্ডের বিরোধিতা করায় তিনি আমার ওপর প্রায়ই ক্ষোভ ঝাড়তেন। আমি সামাজিক এবং পারিবারিকভাবে হেয় প্রতিপন্নের শিকার ও অপমানিত হচ্ছি এবং মানসিকভাবে ভেঙে পড়ছি। তবে অভিযোগুলোকে ভিত্তিহীন দাবি করে  সাহেদুর রহমান বলেন, সত্য ঘটনাকে ঢাকার জন্য আমার বিরুদ্ধে এই অভিযোগ দেয়া হয়েছে। আমি মেয়েদের কক্ষে যাওয়ার আগে কোনো মহিলা আবাসিক শিক্ষক বা আমাদের হলের একজন মহিলা কর্মচারী আছে তাকে অনুমতির জন্য পাঠায়। তারা অনুমতি নিয়ে আসলে তারপর আমি কক্ষে যায়। বিভিন্ন কক্ষের নষ্ট লকার ঠিক করতে দেওয়া হয়েছিল, সেগুলো ঠিক করা হয়েছে কি না- তা চেক করার জন্য আমি লকার দেখেছি। তবে ফাইজা বলেন, উনি যে রুমে ঢুকে মেয়েদের হেনস্তা করেন এটা অনেক মেয়েই জানে। আমাকে হেনস্তা করেছে আমি এর বিচার চাই। উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন,  আমি দুইটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করার জন্য  অতি শীঘ্রই তদন্ত কমিটি গঠন করবো এবং ওই তদন্ত  প্রতিবেদন অনুযায়ী  ব্যবস্থা নিব। গত শনিবার হলের আসন বরাদ্দের বিষয়ে সন্ধ্যায় হলের প্রাধ্যক্ষর কার্যালয়ে এ ঘটনা ঘটে। হল প্রশাসন কর্তৃক বরাদ্দকৃত এক শিক্ষার্থীর সিটে অন্য শিক্ষার্থীকে তুলেন ফাইজা। এ বিষয়ে হল প্রাধ্যক্ষ তার কাছে জানতে চাইলে উভয়ের মাঝে বাগবিতণ্ডা ঘটে।

এ সম্পর্কিত আরও পড়ুন কুবিতে | প্রাধ্যক্ষের | বিরুদ্ধে | পাল্টা | অভিযোগ | ছাত্রলীগ | নেত্রীর