খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলার আমতলী ইউনিয়ন থেকে প্রায় পাঁচ কিলোমিটারেরও বেশি সরু পাহাড়ি পথ আর ঝিরি মাড়িয়ে ৮নং ওয়ার্ডের দুর্গম বামা গোমতীতে মাটি খুঁড়ে সম্ভাব্য কয়লার খনির সন্ধান পেয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৯ মার্চ) আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গণি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রায় এক বছর আগে পাহাড়ে কৃষি কাজ করার উদ্দেশ্যে মাটি খনন করতে গিয়ে ওই কয়লার সন্ধান পান স্থানীয়রা। এসব কয়লা সংগ্রহ করে তারা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহারও করছেন। কালো সোনা খ্যাত কয়লার খনি দেখতে স্থানী বাসিন্দারা প্রতিদিন সেখানে ছুটে গেলেও এখনও তা প্রশাসনের নজরে আসেনি।
স্থানীয়রা জানান, গোমতীতে কোদাল দিয়ে মাটি খুঁড়ে কয়লা বের করে নিয়ে আসছে স্থানী বাসিন্দারা। এই কয়লা শুকিয়ে বাসা বাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেখানে বেশ কয়েকটি জায়গায় এমন কয়লা আছে বলে জানিয়েছেন তারা।
আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গণি জানান, কয়লার খনির বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হলে, দেশে বিদ্যমান কয়লা ঘাটতি কিছুটা পূরণ হবে আশা করছি।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান জানান, আমতলী ইউপির বামা গোমতী এলাকায় কয়লা পাওয়া যাচ্ছে। কয়লাগুলো মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করছে। সংশ্লিষ্ট নির্বাহী কর্মকর্তাকে বলব, বিষয়টি তদন্ত করে যেন রিপোর্ট পাঠায়।
তিনি আরও জানান, রিপোর্ট নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়াবে। যদি এটি সত্যিই কয়লা হয়, তাহলে সারাদেশে জ্বালানি খাতে বিপ্লব ঘটতে পারে।