আর্কাইভ থেকে ফুটবল

ইউরোপায় এসে অ্যনফিল্ডের প্রায়শ্চিত্ত করলো ম্যানইউ

ইউরোপায় এসে অ্যনফিল্ডের প্রায়শ্চিত্ত করলো ম্যানইউ
গত সেপ্টম্বর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ একই একাদশ পর পর দুই ম্যাচ খেলাননি। অথচ তিনি কি না অ্যানফিল্ডে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়া একাদশকে পরের ম্যাচে অপরিবর্তিত রেখেছেন! এন্টোনি-কাসেমিরোদের যেন পরিষ্কার বার্তা দিয়েছিলেন টেন হাগ, তোমাদের প্রায়শ্চিত্ত তোমাদেরই করতে হবে! এন্টোনিরা প্রায়শ্চিত্তটা করেছেন ভালো মতোই। ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটিতে রিয়েল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। গতোকাল বৃহস্পতিবার রাতে ম্যাচ শুরু মাতর ছিয় মিনিটে রাশফোর্ড দলকে এগিয়ে দেয়। কিন্তু ২৪ মিনিট পর সেটি শোধ করে দিয়েছিলেন বেতিসের আয়োজ পেরেজ। তবে দ্বিতীয়ার্ধে এন্টোনি ডি বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো গোলের পর, ব্রুনো এবং ভাউট ভেগহোর্স্টের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ ক্লাবটি। এই জয় ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে গেল ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয় লেগে অনুষ্ঠিত হবে ১৬ মার্চ।

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউরোপায় #এসে #অ্যনফিল্ডের #প্রায়শ্চিত্ত #করলো #ম্যানইউ