আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল : প্রধানমন্ত্রী

বাংলাদেশ উন্নয়নের রোল মডেল : প্রধানমন্ত্রী
বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কোভিডে পুরো বিশ্ব থমকে গেলেও, বাংলাদেশের অর্থনীতি থেমে থাকেনি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ মার্চ) ‘বাংলাদেশ বিজনেস সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)’র রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভূটান, সংযুক্ত আরব আমীরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও এবং ২শ’র বেশি বিদেশি বিনিয়োগকারী, বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নিয়েছে। শেখ হাসিনা বলেন, রাশিয়া-উইউক্রেন যুদ্ধ না হলে দারিদ্রের হার আরও দুই থেকে তিন শতাংশ কমিয়ে আনা যেতো। ২০০৬ সালের ৬০ বিলিয়ন ডলারের জিডিপি এখন ৪৬৫ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, পোশাক খাতে বিশ্বে এখন দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। বেসরকারি বিনিয়োগকে উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে ব্যবসার অফুরন্ত সুযোগ রয়েছে। ব্যবসায়িক পরিবেশের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ সরকার। লাল ফিাতার দৌরাত্ম যেনো না থাকে, সে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।জিনিসপত্রের দাম কমাতে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, ‘এখানে কোন হতাশার কথা শুনতে চাইনা। এখন থেকে নিজেদেরকে তৈরি করতে হবে। যেসব চ্যালেঞ্জ সামনে আছে, সেগুলো আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ।’ সরকার প্রধান বলেন, সকল প্রতিকূলতা অতিক্রম করে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। সমৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে হলে আমাদের বর্তমান প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে যেখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সৌদি বাণিজ্যমন্ত্রী ড.মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি, ভুটানের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী কর্মা দরজি, বিশ্ব বাণিজ্য সংস্থার উপ-মহাপরিচালক রাষ্ট্রদূত জিয়াংচেন ঝাং, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | উন্নয়নের | রোল | মডেল | | প্রধানমন্ত্রী