আর্কাইভ থেকে বাংলাদেশ

সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষীর ওপর হামলা, যুবক আটক

সাঈদীর বিরুদ্ধে মামলার সাক্ষীর ওপর হামলা, যুবক আটক

যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী আব্দুল জলিল শেখকে (৭০) পিরোজপুরের ইন্দুরকানীতে মারধরের ঘটনা ঘটেছে। 
শুক্রবার (২২ অক্টোবর) রাতে উপজেলার পাড়েরহাট বন্দরে তাকে মারধরের ঘটনা ঘটে।

জলিল পিরোজপুর সদর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত মাজেদ শেখ এর ছেলে। তার পার্শ্ববর্তী ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দরে ইলেকট্রনিক্স মালামাল মেরামতের একটি দোকান রয়েছে। 

এ ঘটনায় পুলিশ জাহিদুল হাওলাদার (৩৫) নামে হামলাকারী যুবককে আটক করেছে। জাহিদুল খুলনার রামনগরের সিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে। সে পাড়েরহাটে ড্রেজিং এর ট্রলারে শ্রমিকের কাজ করে।
 
এদিকে পুলিশ আহত জলিলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুরে সদর হাসপাতালে ভর্তি করেছে।
 
হাসপাতালে চিকিৎসাধীন জলিল জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) এক যুবক তার কাছে একটি আইপিএস মেরামতের জন্য নিয়ে আসে যা আজ দেওয়ার কথা ছিল। সন্ধ্যা ৭টার দিকে জলিলের কাছে ওই আইপিএসটি ফেরত নিতে আসে জাহিদুল।
 
সেটি মেরামত শেষ না হওয়ায় এবং জাহিদুলের কাছে দিতে অপারগতা প্রকাশ করায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে জাহিদুল দোকান ঘর থেকে জলিলকে নামিয়ে এলোপাথাড়ি আঘাত করতে শুরু করে।
 
কাছেই ছিল পুলিশ এরফলে পুলিশ এবং স্থানীয়রা এগিয়ে এসে জাহিদুলের হাত থেকে জলিলকে রক্ষা করে। হামলাকারী জাহিদুলকে পুলিশ ধরে ফেলে। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানিয়েছেন ব্যক্তিগত বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে। 

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন সাঈদীর | বিরুদ্ধে | মামলার | সাক্ষীর | ওপর | হামলা | যুবক | আটক