আর্কাইভ থেকে অপরাধ

রংপুরের ঘটনায় ছাত্রলীগ নেতা সৈকতকে অব্যাহতি

রংপুরের ঘটনায় ছাত্রলীগ নেতা সৈকতকে অব্যাহতি

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে রংপুরের পীরগঞ্জে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ নেতা সৈকত মন্ডলকে ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

১৮ অক্টোবর পীরগঞ্জের মাঝিপাড়ার ঘটনার এক দিন পর সৈকতকে অব্যাহতি দেওয়া হয়। কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের দর্শন বিভাগের কমিটির সহসভাপতি পদে ছিলেন সৈকত। 

ছাত্রলীগ থেকে সৈকতকে অব্যাহতি
ছাত্রলীগ থেকে সৈকতকে অব্যাহতি

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন।

তিনি জানান, চার বছর আগে ২০১৭ সালের ৮ মে দর্শন বিভাগের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে সহসভাপতি পদে ছিলেন সৈকত মন্ডল। সম্প্রতি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ অক্টোবর তাকে ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তার।

মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সৈকত মন্ডলের বাড়ি পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে। সম্প্রতি এলাকায় অবস্থানকালে তিনি দলীয় আদর্শবিরোধী কার্যকলাপে যুক্ত হন। বিভিন্ন সময়ে ফেসবুকে উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট ও মন্তব্য করতেন। তার বিরুদ্ধে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার অভিযোগ পাওয়ায় ১৮ অক্টোবর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

শনিবার (২৩ অক্টোবর) রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সৈকত মন্ডলকে গ্রেপ্তার করে র‌্যাব। ফেসবুকে ফলোওয়ার বাড়াতে ও ব্যক্তিগত ইমেজকে প্রচার করতেই একর্মকান্ড চালাই বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে তথ্য দিয়েছে সৈকত।

এ সম্পর্কিত আরও পড়ুন রংপুরের | ঘটনায় | ছাত্রলীগ | নেতা | সৈকতকে | অব্যাহতি