ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হচ্ছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা মনে করছেন, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া ধীর করছে। তবে কিছু উপদেষ্টা নেতানিয়াহুর সঙ্গে তুলনামূলকভাবে ঘনিষ্ঠ থাকায় মতবিরোধ রয়েছে।
চুক্তির প্রথম ধাপে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির অঙ্গীকার পূর্ণ হয়নি। দ্বিতীয় ধাপে গাজার পুনর্গঠন ও হামাসের নিরস্ত্রীকরণও কার্যকর হয়নি। একারনে ৪১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
উল্লেখ্য ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘর্ষে ৭১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এসএইচ//