রাজনীতি

কুমিল্লা-৩ আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।তবে তিনি ঢাকা ১০ আসন থেকেই নির্বাচন করবেন। মুরাদনগরের বিষয়ে এখনো আসিফ মাহমুদ কোনো সিদ্ধান্ত জানাননি।

বুধবার (২৪ ডিসেম্বর)  কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থকরা। তবে বিষয়টি আজ ২৭ ডিসেম্বর জানাজানি হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসিফ মাহমুদ সজীব  ভূঁইয়ার নামে একটি মনোনয়ন বিতরণ করা হয়েছে। তবে যারা মনোনয়ন নিতে এসেছিলেন তিনি তাদের নাম-পরিচয় জানাননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক অ্যাডভোকেট উবাইদুল হক সিদ্দিকী আসিফ মাহমুদের বরাত দিয়ে গণমাধ্যমকে বলেনমুরাদনগরে আসিফ মাহমুদের কিছু অনুসারী চান তিনি মুরাদনগর থেকে নির্বাচন করুক তারা তাকে না জানিয়ে মনোনয়নটি নিয়েছেন। এরপর তারা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করে মুরাদনগর থেকে নির্বাচন করার অনুরোধ করেন। তিনি ঢাকা থেকেই নির্বাচন করবেন। মুরাদনগরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি।

গত  ৯ নভেম্বর  মুরাদনগর থেকে ঢাকায় ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন আসিফ মাহমুদ। পরে ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন তিনি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আসিফ মাহমুদ