আন্তর্জাতিক

ট্রাম্পের শান্তি পরিষদে ‘১ বিলিয়ন ডলার’ অনুদান দেবেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে যোগদানের সিদ্ধান্ত নেওয়ার আগেই ১ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে টেলিভিশন ভাষণে পুতিন বলেছেন, এসব অর্থ যুক্তরাষ্ট্রে জব্দ থাকা রুশ সম্পদ থেকে দেয়া হবে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, জব্দকৃত এসব অর্থ মূলত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা তদারকির কাজে ব্যবহৃত হবে।

পুতিন উল্লেখ করেন যে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের বিশেষ সম্পর্কের কথা বিবেচনা করেই তিনি এই প্রাথমিক অর্থ সাহায্যের প্রস্তাব দিয়েছেন।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভ্লাদিমির পুতিন #ডোনাল্ড ট্রাম্প #শান্তি পর্ষদ #বোর্ড অব পিস #১ বিলিয়ন মার্কিন ডলার অনুদান