যুক্তরাষ্ট্রের সহযোগিতার কারণেই কানাডা একটি দেশ হিসেবে টিকে আছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে এভাবে খোটা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২১ জানুয়ারি) ভাষণে ট্রাম্প বলেন, ‘কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই বেঁচে আছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্যে করে ট্রাম্প বলেন, মার্ক, কোনো বিবৃতি দেওয়ার সময় বিষয়টি মনে রেখো’।
এসময় ট্রাম্প দাবি করেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘বিনা মূল্যে’ অনেক সুযোগ-সুবিধা নেয়। কিন্ত তারা অকৃতজ্ঞ।
উল্লেখ্য, আগের দিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মার্কিন ‘আধিপত্যবাদের’ তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন।
এসএইচ//