গ্রিনল্যান্ড দখলের কঠোর অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে গিয়ে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্কের হুমকি প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এই ঘোষণা দেন।
তিনি ঘোষণা করেছেন, গ্রিনল্যান্ড এবং বৃহত্তর আর্কটিক অঞ্চলের নিরাপত্তার বিষয়ে একটি ‘ভবিষ্যৎ চুক্তির কাঠামো’ হয়েছে। এই চুক্তির কাঠামো মূলত নিরাপত্তা এবং খনিজ সম্পদসহ সব গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে সাজানো হয়েছে।
এসময় তিনি জানিয়ে দেন, গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে আমেরিকা সামরিক শক্তি প্রয়োগ করবে না।
এসএইচ//