ইউরোপীয় নেতাদের খোটা দিয়ে তীব্র কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তা না থাকলে আজ পুরো ইউরোপের মানুষ ‘জার্মান এবং কিছুটা জাপানি’ ভাষায় কথা বলত।
তিনি দাবি করেন, যুদ্ধের পর গ্রিনল্যান্ড ফেরত দেওয়া ওয়াশিংটনের একটি ‘বোকামি’ ছিল।
রাশিয়া ও চীনের মোকাবিলায় উত্তর আমেরিকার নিরাপত্তার জন্য এই ডেনমার্কের ‘বিশাল বরফের টুকরোটি’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গ্রিনল্যান্ড দখলে তিনি সামরিক শক্তি প্রয়োগ করবেন না। ডেইলি মেইল ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে।
এসময় আক্রমণাত্মক ভাষণে ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রতি চরম ‘অকৃতজ্ঞ’।
এসএইচ//