আর্কাইভ থেকে বাংলাদেশ

অবৈধ সম্পদ অর্জন : সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ আজ

অবৈধ সম্পদ অর্জন : সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ আজ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ শুনানি আজ। এদিন তাকে আদালতে হাজর করা হবে।

আজ সোমবার (২৫ অক্টোবর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গেলো বুধবার (২৫ অক্টোবর) সম্রাটকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত। ওই দিন মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন সম্রাটকে আদালতে হাজির না করায় অভিযোগপত্র গ্রহণের শুনানি হয়নি। সম্রাট বর্তমানে কারাগারে আছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম অবৈধ সম্পদ অর্জনের দায়ে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করেন। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন অবৈধ | সম্পদ | অর্জন | | সম্রাটের | বিরুদ্ধে | অভিযোগপত্র | গ্রহণ | আজ