আর্কাইভ থেকে এশিয়া

প্রেমে প্রত্যাখিত হয়ে নাবালিকাকে ৩৪ বার ছুরির কোপ!

প্রেমে প্রত্যাখিত হয়ে নাবালিকাকে ৩৪ বার ছুরির কোপ!
প্রেমের প্রস্তাব দিয়েছিল এক নাবালিকাকে। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি সে। মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে তাই একাদশ শ্রেণির সেই ছাত্রীকে ৩৪ বার কোপায় এক যুবক। এ ভয়ংকর অপরাধের জন্য দোষী ওই যুবককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। সোমবার (১৩ মার্চ) গুজরাটের রাজকোট জেলার একটি আদালত জয়েশ সর্ভাইয়াকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দেয়। জানা গিয়েছে, একই জেলার জেটপুরের বাসিন্দা ছিল ওই নাবালিকা। অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই তাকে বিরক্ত করত জয়েশ। যার ভয়ংকর পরিণতি ঘটে ২০২১ সালের ১৬ মার্চ। ওই দিন নাবালিকার বাড়ি গিয়ে তাকে প্রেম প্রস্তাব দেয় জয়েশ। কিন্তু ২৬ বছরের সেই যুবকের প্রস্তাব নাকচ করে দেয় নাবালিকা। আর তাতেই মেজাজ হারিয়ে বাড়ির সামনেই কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপায় সে। মৃত্যুর কোলে ঢোলে পড়ে নাবালিকা। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল গোটা এলাকা। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছিলেন স্থানীয়রা। অভিযোগ, শুরু নাবালিকাকেই নয়, তার ভাইকেও মারধর করেছিল জয়েশ। সেই মামলাতেই সোমবার দোষীকে মৃত্যুদণ্ডের সাজা শোনালেন অতিরিক্ত নগর দায়রা বিচারক আরআর চৌধুরী। গোটা বিষয়টিকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে আখ্যা দেন তিনি। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তাকে মৃত্যুদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা দেয়া হয়। বিচারকের পর্যবেক্ষণ, এ ঘটনা গোটা সমাজকে কাঁপিয়ে দিয়েছিল। সেই কারণেই এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদনের জন্য একমাস সময় দেয়া হয়েছে দোষীকে।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রেমে | প্রত্যাখিত | হয়ে | নাবালিকাকে | ৩৪ | বার | ছুরির | কোপ