আর্কাইভ থেকে করোনা ভাইরাস

চালু হচ্ছে কোভিড ট্রাভেল পাস

চালু হচ্ছে কোভিড ট্রাভেল পাস

যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণ সহজ করতে মার্চের শেষের দিকে কোভিড-১৯ ট্র্যাভেল পাস চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ), এর মাধ্যমে কোভিড পরীক্ষার ফলাফল এবং ভ্যাকসিন সনদ একটি ডিজিটাল সিস্টেমে যুক্ত হবে। 

করোনা মহামারীর মধ্যে এ পাস যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সহায়তা করবে। খবর দুবাইভিত্তিক সংবাদপত্র গালফ নিউজের।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) আইটিএ জানিয়েছে, প্রতিটি দেশেরই তাদের নাগরিকদের ডিজিটাল ভ্যাকসিন সার্টিফিকেট প্রদান শুরু করা জরুরি, যা ভ্রমণ পাসের জন্য ব্যবহার করা যায়। 

কোভিড-১৯ মহামারির কারণে অনেক দেশ এখনো ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। আবার কিছু দেশ সীমিত পরিসরে আকাশপথে যোগাযোগ চালু করলেও রয়েছে নানা বিধিনিষেধ।

ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (এসিএও) পরিসংখ্যানে দেখা গেছে, করোনা মহামারির কারণে ২০২০ সালে সারা বিশ্বে এয়ারলাইন শিল্পে আর্থিক ক্ষতি হয়েছে ৩৭ হাজার কোটি ডলার।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন চালু | হচ্ছে | কোভিড | ট্রাভেল | পাস