আর্কাইভ থেকে জাতীয়

প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী
নার্সিং পেশাকে বিশেষ গুরুত্ব দেয় আওয়ামী লীগ সরকার। প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। এরইমধ্যে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হয়েছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ মার্চ) সকালে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় এ দেশের নার্সরা বিশ্বজয় করবেন বলে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন। জনগণের সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে নার্সদের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, যুব সম্প্রদায় নার্সিং পেশায় যুক্ত হয়ে শুধু দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ১০ হাজার নার্স ও পাঁচ হাজার মিডওয়াইফের পদ সৃষ্টির চূড়ান্ত পরিকল্পনা হয়েছে। তিনি আরও বলেন,  নার্সিংই সব থেকে বিশ্বস্ত সেবা, তাই ক্ষমতায় এসে এ পেশাকে বিশেষ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে এটি নিয়ে বিশেষভাবে কাজ করছে। নার্সিং পেশাকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। এ পেশায় শিক্ষার্থীদের আসার জন্য আকর্ষণ বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রতিটি | বিভাগে | মেডিকেল | বিশ্ববিদ্যালয় | হবে | প্রধানমন্ত্রী