আর্কাইভ থেকে জাতীয়

রমজানে ‍পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ 

রমজানে ‍পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ 
পবিত্র রমজান মাসে দাম নিয়ন্ত্রণ রাখতে একসঙ্গে পুরো মাসের বাজার না করতে ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচারক মনজুর মোহম্মদ শাহরিয়ার। আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অনুরোধ জানান। মনজুর মোহাম্মদ বলেন, রোজা সামনে রেখে একসঙ্গে পুরো মাসের বাজার করবেন না। এটা আপনাদের প্রতি অনুরোধ। কেননা হঠাৎ বেশি পণ্য কিনলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়। এ সময় অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটার চেষ্টা করে। আপনারা ১০ দিনের বা এক সপ্তাহের বাজার করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক বলেন, আপনারা দেখে-শুনে, বুঝে পণ্য কিনুন। রমজান উপলক্ষে সরকারের বিভিন্ন সংস্থা বাজার নিয়ন্ত্রণে কাজ করছে। দেশব্যাপী রমজানকেন্দ্রীক পণ্যের মূল্য ও সরবরাহ ঠিক আছে কি না, তা যাচাই করছি আমরা। সেই ধারাবাহিকতায় আজ পণ্যের মূল্য তদারকি করা হয়েছে। এ সময় ছোলা ও চালের দাম কমেছে বলে জনিয়েছেন ব্যবসায়ীরা। অন্যান্য পণ্যের দামও বাড়েনি বলে জানিয়েছেন তারা। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডলসহ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন রমজানে | ‍পুরো | মাসের | পণ্য | একসঙ্গে | কেনার | অনুরোধ