আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে উড়ছে পাকিস্তান

বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে উড়ছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতকে বিধ্বস্ত করার পর নিউজিল্যান্ডও পাত্তা পেলো না পাকিস্তানের কাছে। শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এতে করে বিশ্বকাপ মঞ্চে ৬ষ্ঠ ম্যাচে চতুর্থ জয় তুলে নিলো মেন ইন গ্রিনরা। বল  হাতে ব্ল্যাকক্যাপসের ৪ উইকেট তুলে নেয়া হারিস রউফ প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) শারজাহর আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

কিউইদের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে বাবর-রিজওয়ানের ব্যাটে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। কিন্তু দলীয় ২৮ রানে সাউদির বলে বোল্ড হয়ে ফেরেন বাবর। দ্বিতীয় উইকেটে ফাখার জামানকে দলীয় ৪৭ রানে এলবির ফাঁদে ফেলেন সোধি। মোহাম্মদ হাফিজ দলীয় ৬৩ রানে স্যাটনারের বলে কনওয়ের দুর্দান্ত ক্যাচে পরিণত হন। 

দলীয় ৬৯ রানে আগের ম্যাচে অপরাজিত অর্ধশত করা রিজওয়ান ব্যক্তিগত ৩৩ রান করে সোধির দ্বিতীয় শিকারে পরিণত হন। পঞ্চম উইকেট হিসেবে ইমাদ ওয়াসিমকে এলবির ফাঁদে ফেলেন বোল্ট। পাকিস্তানের দলীয় স্কোর তখন ৮৭। ৬ষ্ঠ উইকেটে অভিজ্ঞ শোয়েব মালিক তরুণ আসিফ আলীকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। আসিফ আলী ১২ বলে ৩ ছয় ও ১ চারের সাহায্যে ২৭ রানের এক টর্নেডো ইনিংস খেলেন। 

কিউইদের হয়ে সোধি ২টি, স্যাটনার, সাউদি ও বোল্ট প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫.২ ওভারে স্কোরবোর্ডে ৩৬ রান যোগ করেন দুই কিউই ওপেনার গাপটিল ও মিশেল। ব্যক্তিগত ১৭ রানে গাপটিলকে হারিস বোল্ড করলে জুটি ভাঙে। অধিনায়ক উইলিয়ামসন দ্বিতীয় উইকেটে মিশেলকে নিয়ে ১৮ রানের জুটি গড়েন। দলীয় ৫৪ রানে মিশেল ইমাদের শিকারে পরিণত হন। 

তৃতীয় উইকেট হিসেবে নিশামকে ফেরান মোহাম্মদ হাফিজ। তখন দলীয় রান ৫৬। উইলিয়ামসন দলীয় স্কোর ৫৬ থেকে ৯০ তে নিয়ে যান কনওয়েকে নিয়ে। নিজের ভুলে রানআউটের ফাঁদে পড়েন উইলিয়ামসন। কনওয়েকে দলীয় ১১৬ রানে বাবরের ক্যাচ বানিয়ে ফেরান হারিস। ম্যাচে এটি তার দ্বিতীয় উইকেট। 

দলীয় ১১৬ রানে ৬ষ্ঠ উইকেট হিসেবে ফিলিপস হারিসের বলে হাসান আলীকে ক্যাচ দিয়ে ফেরেন। এর মধ্য দিয়ে ম্যাচে হারিস তার তৃতীয় উইকেট তুলে নেন। সপ্তম উইকেটে শাহিন আফ্রিদি টিম সেইফার্টকে দলীয় ১২৫ রানে হাফিজের ক্যাচ বানান। আগের ম্যাচে ৩ উইকেট পাওয়া আফ্রিদি এদিন মাত্র এক উইকেট পান। ২০তম ওভারের শেষ বলে মিচেল স্যান্টনারকে বোল্ড করে ম্যাচে চতুর্থ উইকেট তুলে নেন রউফ।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ৪টি, আফ্রিদি, ইমাদ ও হাফিজ প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপে | টানা | দ্বিতীয় | জয়ে | উড়ছে | পাকিস্তান