খেলাধুলা

দ্বিতীয় সারির দলের কাছে হেরে কোপা দেল রে থেকে রিয়ালের বিদায়

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার আলভারো আরবেলোয়ার শুরুটাই হলো হতাশা দিয়ে। দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই কোপা দেল রে থেকে ছিটকে গেছে স্প্যানিশ জায়ান্টরা। তাও আবার দ্বিতীয় বিভাগের তলানিতে থাকা আলবাসেতের বিপক্ষে ৩-২ গোলে হেরে।

দলের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামকে ছাড়া মাঠে নামা রিয়াল প্রথমার্ধেই পিছিয়ে পড়ে। ম্যাচের ৪২ মিনিটে হোসে লাজোর কর্নার থেকে জাভি ভিয়ারের হেডে বল জালে জড়ান, যা আন্দ্রেই লুনিনের নাগালের বাইরে চলে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরায় রিয়াল। গোলকিপার রাউল লিজোয়াইনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে গোল করেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার ফ্রাঙ্কো মাসতান্তুয়োনো।

দ্বিতীয়ার্ধে দুই দলই সমানতালে আক্রমণাত্মক খেলা শুরু করে। জয়ের লক্ষ্যে রিয়াল আক্রমণে আরও চাপ বাড়ায়। একের পর এক বদলি নামান আরবেলোয়া। ডেভিড আলাবা, এদুয়ার্দো কামাভিঙ্গা ও দানি কারভাহাল মাঠে নামেন।

ম্যাচের শেষ আট মিনিটে নাটকীয় মোড় নেয় খেলা। বদলি হিসেবে নামা জেফতে বেন্তানকো ৮২ মিনিটে আলবাসেতেকে আবার এগিয়ে দেন। যোগ করা সময়ে গনসালো গার্সিয়া গোল করে রিয়ালকে সমতায় ফেরালেও, মাত্র দুই মিনিট পর আবার গোল করে আলবাসেতের জয় নিশ্চিত করেন জেফতে।

এই জয়ের মাধ্যমে কোপা দেলরের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আলবাসেতে। ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটিই তাদের ইতিহাসের প্রথম জয়।

এর কয়েক দিন আগেই বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপ হারেছিল রিয়াল। সব মিলিয়ে ক্লাবটির জন্য দুঃসময় যেন আরও ঘনীভূত হলো।

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রিয়াল মাদ্রিদ #আলভারো আরবেলোয়া #কোপা দেল রে #স্প্যানিশ জায়ান্ট #আলবাসেতে #বিদায়