আর্কাইভ থেকে ক্রিকেট

আইরিশদের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় পেল বাংলাদেশ

আইরিশদের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয় পেল বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বিশাল ব্যবধানে পরাজয় বরণ করলো আয়ারল্যান্ড। টাইগারদেওয়া ৩৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৫৫ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। ফলে ১৮৩ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। যা টাইগারদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়। আজ শনিবার ( ১৮ মার্চ) আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। শুরুতে ব্যাট করতে নেমে ভালো সূচনা হয়নি টাইগারদের। মাত্র ৩ রান করেই বিদায় নেন তামিম ইকবাল। ক্রিজে থিতু হয়েও টিকতে পারেনি লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। ৩১ বলে ২৬ রান করে কার্টিস ক্যাম্ফারের বলে কাভারে ক্যাচ দিয়ে আউট হয়ে যান লিটন। আর দলীয় ৮১ রানের মাথায় ৩৪ বলে ২৫ রান করে বোল্ড হয়ে সাজঘরের পথ দেখেন নাজমুল শান্ত। চতুর্থ উইকেট জুটিতে এসে সাকিব-হৃদয় মিলে গড়েন ১২৫ বলে ১৩৫ রানের জুটি।  সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থেকে গ্রাহাম হিউমের বলে আউট হয়ে যান সাকিব। ৮৯ বল খরচ করে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৯৩ রানেই থেমে যান ওয়ানডে ক্যারিয়ারে সাত হাজার রানের মাইল ফলক স্পর্শ করা সাকিব। সাকিবের বিদায়ের পর আইরিশ বোলারদের তুলোধুনো শুরু করে মুশফিক-হৃদয় জুটি। ৪৯ বলে ৮০ রানে জুটির পর ৪৬ রান করে ফেরেন মুশফিক। এরপর হৃদয়ের হৃদয়ভঙ্গ হয়ে ৯২ রানে ফেরেন তিনিও। মাত্র ৮ রান দূরে থেকে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি রেকর্ড গড়তে পারেননি তিনি। সেই সাথে একাধিক ব্যাটসম্যান ৯০ পেরিয়েও সেঞ্চুরির দেখা পাননি, এক ম্যাচে বাংলাদেশের এমন ঘটনা এই প্রথম। শেষদিকে এসে তাসকিন আহমেদের ১০১ মিটারের বিশাল ছয় এবং নাসুম আহমেদের দুই চারে ৩৩৮ রান তোলে বাংলাদেশ। টাইগারদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যা দলীয় সর্বচ্চো।  এর আগে এই সংখ্য ছিল ৩৩৩ রান। বড় রানের লক্ষ্যে খেলতে নেমে ধীর গতির সূচনা করে বিনা উইকেটেই পাওয়ার প্লে শেষ করে আয়ারল্যান্ড। এরপর কিছুটা মারমুখি হলেই আঘাত হানেন সাকিব। ৬০ রানের মাথায় সাকিবের হাতে আইরিশদের প্রথম পতনের পর, এবাতের স্যালুট আর নাসুম আহমেদের ঘুরনির সঙ্গে তাসকনিক আহমেদের গতির সামনে টিকতে পারেনি  আইরিশরা। একের পর এক ব্যাটার ছিলেন যাওয়া আসার মধ্যেই। শেষ পর্যন্ত ১৫৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস এবং ১৮৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। রানের হিসেবে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এখন এটিই।  

এ সম্পর্কিত আরও পড়ুন আইরিশদের | বিপক্ষে | রেকর্ড | ব্যবধানে | জয় | পেল | বাংলাদেশ