আর্কাইভ থেকে দেশজুড়ে

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা বিকেলে ফিরবেন

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা বিকেলে ফিরবেন
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় ভ্রমণে গিয়ে আটকেপড়ে পর্যটকেরা। তারা আজ সোমবার (২০ মার্চ) বিকেলে ফিরবেন। সংকেত উঠে যাওয়ায় সকালে কয়েকটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাহাজগুলো সেন্টমার্টিনের উদ্দেশ্যে টেকনাফের দমদমিয়া ঘাট ছেড়ে গেছে। সবকিছু ঠিক থাকলে ফিরতি যাত্রী নিয়ে বিকেলে টেকনাফে পৌঁছাবে। জানা গেছে, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে স্থানীয় সতর্কতা সংকেত দেখে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে রোববার (১৯ মার্চ) সেন্টমার্টিনে প্রায় ৬০০ পর্যটক আটকা পড়ে। একদিন পর সংকেত উঠে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় আটকাপড়া পর্যটকদের ফেরাতে সকালে সব জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ জানান, আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে ইতোমধ্যে জাহাজ টেকনাফ দমদমিয়া ঘাট ছেড়েছে। ২৪ ঘণ্টা পর্যন্ত পর্যটকদের যাবতীয় প্রয়োজনের দেখভাল করা হয়েছে। সেন্টমার্টিনের সী প্রবাল রিসোর্ট পরিচালক আব্দুল মালেক জানান, তার হোটেলে প্রায় শতাধিক পর্যটক রয়েছে। ২৩ ঘণ্টা ধরে তাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি করে দেয়া হয়েছে। এটি মানবিক কারণে করা হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে। কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, জেলা প্রশাসনের নির্দেশ মতে জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যাতে পর্যটকরা নিরাপদে ফিরতে পারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সেন্টমার্টিনে | আটকা | পড়া | পর্যটকরা | বিকেলে | ফিরবেন