তিনশো করে ছুটছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন সেঞ্চুরি হাঁকিয়ে বসলেন, তাকে সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। এই দুই অলরাউন্ডারের জুটি বাংলাদেশকে নিজেদের জায়গা থেকে অনেকখানি পিছিয়ে দেয়।
সাকিব আল হাসানের ডেলিভারিতে ৯৯ থেকে একশো পূরণ করেন অশ্বিন। আনন্দ উদযাপন করতে ছুটলেন সাথে সাথেই। এই ভারতীয় অলরাউন্ডার তার ষষ্ঠ সেঞ্চুরির আনন্দে মাতছেন তার ঘরের মাঠ চেন্নাইয়ে।
এই জুটির শুরু থেকেই অশ্বিন কিছুটা মারমুখী ছিলেন। শেষদিকে স্বীকৃত ব্যাটার ছিল না বলেই হয়তো পরিকল্পনায় রান তোলার বিষয়টি ছিল। তবে একইসাথে জুটি গড়ার কাজটিও দুজনে করলেন দারুণভাবে।
অশ্বিনের সাথে পাল্লা দিয়ে একসময় জাদেজাও রান তুলেছেন। প্রথমে ৫৮ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করেন অশ্বিন। এরপর জাদেজার ব্যাটেও আসে অর্ধশত রান, সেটা ৭৩ বলে।
অশ্বিন ও জাদেজা মিলে বাংলাদেশের কোনো বোলারদের পাত্তাই দেয়নি। নিজেদের মতো ব্যাট করে গেছেন, যেন ঘরের মাটিতে এভাবেই খেলতে হয়। আগের ৬ উইকেটে ভারতীয় ব্যাটারদের যেধরনের সংগ্রাম চোখে পড়েছে, তা এই দুই ব্যাটারের মধ্যে দেখা যায়নি।
এম এইচ//