আর্কাইভ থেকে জাতীয়

আমাদের নতুন বাজার খুঁজতে হবে: প্রধানমন্ত্রী

আমাদের নতুন বাজার খুঁজতে হবে: প্রধানমন্ত্রী
রপ্তানি পণ্য বহুমুখী করা একান্তভাবে প্রয়োজন। আমাদের নতুন নতুন বাজার খুঁজতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মার্চ) গণভবনে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় তিনি এ কথা বলেন। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে আগ্রহী জানিয়ে রপ্তানিকারকদের পণ্য বহুমুখীকরণ ছাড়াও বিদেশে নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী। অনেক দেশ এখন আমাদের কাছ থেকে বিভিন্ন পণ্য নিতে চায়, কিনতে চায়। আমরা সেটা করতে পারি। সরকার প্রধান বলেন, ডিজিটাল ডিভাইস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে চলে এসেছে। এর চাহিদাটাও বাড়ছে। খাদ্যপণ্য রপ্তানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে গুরুত্ব দিতে হবে। অনেকগুলো দেশ আমাদের কাছ থেকে খাদ্যপণ্য নিতে চাচ্ছে। এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের খারাপ দিকের সঙ্গে বাজার সৃষ্টির একটা সুযোগও সামনে আসছে। সেই জায়গাটা আমাদের ধরা দরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন আমাদের | নতুন | বাজার | খুঁজতে | হবে | প্রধানমন্ত্রী