আর্কাইভ থেকে ক্রিকেট

জন্মদিনেই তামিম ইকবালের ১৫ হাজার

জন্মদিনেই তামিম ইকবালের ১৫ হাজার
বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন। সেইটিও আবার এই তারকা ক্রিকেটারের জন্মদিনে। টাইগারদের ওয়ানডে অধিনায়ক আজ পা রাখলেন ৩৪ বছর বয়সে। আজ সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে তামিমের প্রয়োজন ছিল ১৪ রান। নবম ওভারে মার্ক এডেয়ারের বলে ডাবলস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করলেন তিনি। ৩৮৩তম ম্যাচ ও ৪৪৪তম ইনিংসে এ মাইলফলক পূর্ণ করলেন তামিম। যদিও সব রান শুধু বাংলাদেশের হয়ে আসেনি এই ওপেনারের, বিশ্ব একাদশের হয়ে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টিতে তামিম করেন ৫৭ রান। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান তাঁর ধারের কাছেও নেই। ১৪ হাজারে নিচে ১৩ হাজারের ঘরে আছেন দুজন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।  

এ সম্পর্কিত আরও পড়ুন জন্মদিনেই | তামিম | ইকবালের | ১৫ | হাজার