আর্কাইভ থেকে বাংলাদেশ

বসত ঘরের শৌচাগারে ২২ পদ্মগোখরা

বসত ঘরের শৌচাগারে ২২ পদ্মগোখরা

চট্টগ্রামের হাটহাজারীতে একটি বাড়ির বসতঘরের শৌচাগার থেকে পাওয়া গেছে ২২টি পদ্মগোখরা সাপের বাচ্চা। 

বৃহস্পতিবার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দেওয়ান নগর এলাকার একটি বাসার নিচ তলার শৌচাগার থেকে সাপগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।

হাটহাজারী বন বিভাগের বিট কাম চেক স্টেশন অফিসার মো. ফজলুল কাদের চৌধুরী জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। 

তিনি বলেন,  ওই এলাকার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাঠ কর্মকর্তা বেলাল হোসেনের ভাড়া বাসার শৌচাগার থেকে পদ্মগোখরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। 

পরে বন বিভাগের আওতাধীন হাটহাজারী পৌরসভার পশ্চিমে গহীন বনে সাপগুলোকে অবমুক্ত করা হয়েছে।

২২ অক্টোবর উপজেলার মির্জাপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের রান্নাঘর থেকে আটটি পদ্মগোখরার বাচ্চা উদ্ধার করা হয়। সেগুলোও বনে অবমুক্ত করা হয়।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন বসত | ঘরের | শৌচাগারে | ২২ | পদ্মগোখরা