আর্কাইভ থেকে বাংলাদেশ

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে।

আজ শনিবার (৩০ অক্টোবর) সকালে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে কর্তপক্ষ।

শনিবার সকালে কয়েক দফা সংঘর্ষে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন মাহফুজুল হক, নাইমুল ইসলাম  ও আকিব হোসেন ।

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ে দুপুরে অ্যাকাডেমিক কমিটির জরুরি বৈঠক হয়। ওই বৈঠক থেকে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মেডিকেল কলেজ হোস্টেলে দুই গ্রুপের কথাকাটাকাটি হয়েছিল। এর জের ধরে সকালে ক্যাম্পাসে সংঘর্ষ হয়।

ঘটনার পর হাসপাতাল ও ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ছাত্রলীগের | দুই | গ্রুপের | সংঘর্ষ | চট্টগ্রাম | মেডিকেল | কলেজ | বন্ধ | ঘোষণা