আর্কাইভ থেকে ফুটবল

ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
প্রথম ম্যচ শুরু করেছিল ভুটানকে উড়িয়ে। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী রাশিয়ার বিপক্ষে হারের পর আসরে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশে মেয়েদের সামনে। ভারতের মেয়েদের হারিয়ে নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল বাংলার বাঘীনিরা। শুক্রবার (২৪ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। ভারতের বিপক্ষে প্রথম একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে  বাংলাদেশ। ম্যাচের শুরুতেই প্রথম সুযোগ পায় বাংলাদেশ। পূজা দাসের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন সুরভি আকন্দ প্রীতি। তবে বল চলে যায় সুলতানা আক্তারের কাছে। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। ম্যাচের ১৬ মিনিটে অল্পের জন্য গোল হজম করা থেকে রক্ষা পায় স্বাগতিক বাংলাদেশ। গোল শূন্য থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের ম্যাচের ৭৪ মিনিটে বাংলাদেশকে গোল উপহার দেয়। আত্মঘাতী সেই গোলেই ম্যাচ শেষে জয়ের উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমান ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রাশিয়া। তবে বাংলাদেশের থেকে এক ম্যাচ কম খেলেছে ইউরোপের দেশটি।  

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | বিপক্ষে | জয় | পেল | বাংলাদেশ