আর্কাইভ থেকে দেশজুড়ে

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচন কাল

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচন কাল

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের উপ-নির্বাচন কাল। সম্পূর্ণ ইভিএমে ভোট নেয়া হবে, সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত। এর মধ্যে । 

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ভোটগ্রহণের জন্য কেন্দ্র কেন্দ্র পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার চার লাখ ২০ হাজার ৭৮০জন। নির্বাচনে লড়ছেন তিনজন প্রার্থী। 

আওয়ামী লীগ থেকে প্রার্থী হয়েছেন, দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। 

এছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন এবং স্বতন্ত্র দাড়িয়েছেন, এ্যাডভোকেট হুমায়ুন ইসলাম।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টেবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, আপিল ১২-১৪ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।

এর আগে, সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সিরাজগঞ্জ৬ | শাহজাদপুর | আসনের | উপনির্বাচন | কাল