আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিব-মুস্তাফিজদের আইপিএল খেলা নিয়ে যা জানালেন হাথুরু

সাকিব-মুস্তাফিজদের আইপিএল খেলা নিয়ে যা জানালেন হাথুরু
ঘরোয়া ক্রিকেটে বিশ্বের সব থেকে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্য থেকে তিন জন পেয়েছেন জনপ্রিয় এই আসরে খেলার সুযোগ। সাকিব আল হাসান ও লিটন দাস কলকাতার হয়ে ও মুস্তাফিজুর রহমান দিল্লির হয়ে খেলবেন। কিন্তু তাদের এনওসি নিয়ে ধোয়াশা যেন কাটছেই না। এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। তিনি বলে, আইপিএলের চেয়ে দেশ বড়। রোববার (২৬ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের আগে সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন হাথুরু। সেখানে আইপিএলে সাকিবদের খেলা প্রসঙ্গে তিনি জানান, আমার মনে হয়, বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে আগে তুমি তোমার দেশের জন্য খেলো। এটা তাদের নিলামে নাম দেওয়া বা অনাপত্তি সনদ (এনওসি) চাওয়ার আগেই জানানো হয়েছে। সেটা এখনও একই রকম আছে। আইপিএলে খেললে ক্রিকেটাররা উপকৃত হবেন কি না প্রশ্নে হাথুরুর দাবি, তাদের স্কিলে উন্নতি হবে, এতে তো কোনো সন্দেহ নেই। কারণ, আইপিএল অনেক বড় টুর্নামেন্ট। কিন্তু তাদের প্রথম প্রাধান্য হচ্ছে দেশের জন্য খেলা।  

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবমুস্তাফিজদের | আইপিএল | খেলা | নিয়ে | জানালেন | হাথুরু