আর্কাইভ থেকে ক্রিকেট

আয়ারল্যান্ডকে রানের পাহাড়ে চাপা দিল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে রানের পাহাড়ে চাপা দিল বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আয়ারল্যান্ড বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরেই বাগড়া দেয় বৃষ্টি। বৃষ্টি থেমে গেলে খেলা কমিয়ে আনা হয় ১৭ ওভারে। এরপর শুরুতে ব্যাট করতে নেমে চার ছক্কার ঝড় তোলেন বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও রনি তালুকদার। দুই ওপেনার মিলে গড়েন ১২৪ রানের জুটি। শেষ দিকে এসে সাবিক-হৃদয়ের ৬১ রানের জুটিতে ভর করে নির্ধারিত ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আজ বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধূরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ আশরাফুলের ১৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে মাত্র ১৮ বলে ফিট তুলে নেন লিটন। এরপর ১২৪ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৪৪ রান করে ফেরেন রনি তালুকদার। রনির বিদায়ের পর সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ফিরে যান লিটন। ৪১ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে এসে সাকিব আল হাসান এবং তৌহিদ হৃদয় মিলে গড়েন ৬১ রানের জুটি। ৩৮ রানে অপরাজিত থাকেন সাকিব আর ২৪ রান করেন হৃদয়।

এ সম্পর্কিত আরও পড়ুন আয়ারল্যান্ডকে | রানের | পাহাড়ে | চাপা | দিল | বাংলাদেশ