আর্কাইভ থেকে ক্রিকেট

সাউদিকে পিছনে ফেলে শীর্ষে সাকিব

সাউদিকে পিছনে ফেলে শীর্ষে সাকিব
কিউই পেসার টিম সাউদিকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি উইকেটের মালিক এখন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেট লাভের মধ্য দিয়ে এই কীর্তি গড়েন তিনি। ১১৪ ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব।১০৭ ম্যাচে ১০৫ ইনিংস খেলে তার থেকে ২ উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের পেসার সাউদি। অন্যদিকে ৮০ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে তালিকার তিনে আছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের নামের পাশে ছিল ১৩১ উইকেট। এদিন সফরকারীদের ২০৩ রানের টার্গেট দিয়ে বোলিংয়ে এসে আইরিশ ওপেনার রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি ও জর্জ ডকরেলের উইকেট তুলে নেন সাকিব। এতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন টাইগার অধিনায়ক। সব মিলিয়ে সাকিবের আগে দুবার পাঁচ উইকেট শিকার করার কীর্তি ছিল আর ১১ জন বোলারের।    

এ সম্পর্কিত আরও পড়ুন সাউদিকে | পিছনে | ফেলে | শীর্ষে | সাকিব