আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র বাহিনীর ওপর মার্কিন বিমান হামলা

সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র বাহিনীর ওপর মার্কিন বিমান হামলা

সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর এটাই যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হামলা। বৃহস্পতিবার এ হামলার কথা জানিয়েছে পেন্টাগন।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, এক বিবৃতিতে পেন্টাগনের দাবি, বিমান হামলায় ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহ ও কাতাইব সাইয়্যেদ আল শুহুদকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। হামলায় ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর কয়েকটি অবকাঠামো ধ্বংস করা হয়েছে। স্থাপনাগুলো সশস্ত্র গোষ্ঠীগুলো ব্যবহার করত।

এক বিবৃতিতে মার্কিন মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে বৃহস্পতিবার রাতে পূর্ব সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

পেন্টাগন আরও জানায়, সম্প্রতি ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলার জবাবে বিমান হামলার জন্য অনুমোদন দেয় বাইডেন প্রশাসন। ওই রকেট হামলায় এক বেসামরিক ঠিকাদার নিহত হন। আহত হয় আরও ছয়জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন সিরিয়ায় | ইরানসমর্থিত | সশস্ত্র | বাহিনীর | ওপর | মার্কিন | বিমান | হামলা