শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল এখন সবার জন্য উন্মুক্ত। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ১২টার পর থেকে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই অসংখ্য মানুষ জিয়া উদ্যানের আশপাশে জড়ো হন। তবে ভেতরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ থাকায় অনেককে বিজয় স্মরণি মোড়ের সামনে ব্যারিকেডে অপেক্ষা করতে দেখা যায়। সমাধিস্থলে যেতে না পেরে কেউ কেউ সড়কের পাশেই দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভেতরে চলমান সংস্কারকাজের কারণে আগে প্রবেশ সীমিত রাখা হয়েছিল। কাজ শেষ হওয়ায় এখন পুরো এলাকা খুলে দেওয়া হয়েছে। উদ্যানজুড়ে পুলিশের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক।
পরে বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গেল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে, গেল ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে নিউমোনিয়াসহ নানা জটিলতা দেখা দেয়। দীর্ঘদিনের কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসজনিত সমস্যাও তার অবস্থাকে আরও সংকটাপন্ন করে তোলে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তিনি মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।
এমএ//