আর্কাইভ থেকে এশিয়া

আরব সাগরে ৩ ভূমিকম্প

আরব সাগরে ৩ ভূমিকম্প
আরব সাগরে আঘাত হেনেছে তিনটি মৃদু ভূমিকম্প। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আরব সাগরে ৫ দশমিক ১, ৫ দশমিক ৩ এবং ৫ দশমিক ৫ মাত্রার তিনটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএসজিএস-এর তথ্যমতে, কম্পনগুলো অনুভূত হয় রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং গভীরতা ছিল প্রায় ৪০ কিলোমিটার। দ্বিতীয় কম্পনটি ভোররাত ২টা ৪৪ মিনিটে অনুভূত হয়। এটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। । মার্কিন ভূতাত্ত্বিক জরিপ আরও জানিয়েছে, তৃতীয় ভূমিকম্পটি ৫ দশমিক ৩ মাত্রার ছিল এবং রাত ৩টায় ৬০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়। জিও নিউজ জানিয়েছে, সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া এবং রাজধানী ইসলামাবাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। ভূমিকম্পজনিত ঘটনায় অন্তত নয় জন প্রাণ হারিয়েছেন এবং আরও ১৬০ জনের বেশি আহত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন আরব | সাগরে | ৩ | ভূমিকম্প