আর্কাইভ থেকে জাতীয়

ভাড়া বাড়াতে যে প্রস্তাব দিলো মালিক সমিতি

ভাড়া বাড়াতে যে প্রস্তাব দিলো মালিক সমিতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাস ভাড়া বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষরক (বিআরটিএ) প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিকরা।

এরইমধ্যে প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ৫৮ পয়সা, মহানগরে ৭০ পয়সা ও মিনিবাসে ৮০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।

আজ রোববার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে বিআরটিএ দপ্তরে সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়। এখনো বৈঠক চলছে।

গেলো বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়। এরপরই শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে পরিবহন মালিকরা তেলের দাম কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘট শুরু করেন। এ ধর্মঘট তিন দিন ধরে চলমান রয়েছে। তাদের দাবি তেলের দাম কমাতে হবে, না হয় ভাড়া বাড়াতে হবে।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকেশ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ভাড়া | বাড়াতে | প্রস্তাব | দিলো | মালিক | সমিতি