জাতীয়

যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন: ড. ইউনূস

ছবি: বাসস

যত দ্রুত সম্ভব সংস্কার শেষে নির্বাচন দেয়ার ব্যাপারে সংকল্পবদ্ধ অন্তর্বর্তী সরকার। সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন মুহাম্মদ ইউনূস। সেখানে দেয়া সাক্ষাৎকারটি রোববার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের সফর শেষে রোববার ভোরেই দেশে ফিরেছেন তিনি। এনএইচকে দেয়া সাক্ষাৎকারে ইউনূস বলেন, ছাত্র-জনতার বিপ্লবের জন্য তরুণেরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন। সরকারের নীতিনির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন তিনি।

দ্রুত নির্বাচন আয়োজন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কারকাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করা। এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে জাপানের সহায়তা কামনা করেছেন মুহাম্মদ ইউনূস।

এম এইচ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন যত | দ্রুত | সম্ভব | সংস্কার | শেষে | নির্বাচন | ড | ইউনূস