আর্কাইভ থেকে জাতীয়

৪০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি, প্রস্তাব যাবে মন্ত্রণালয়ে

৪০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি, প্রস্তাব যাবে মন্ত্রণালয়ে

জ্বলানি তেলের দাম ২৩ শতাংশ বাড়লেও প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ৪০ শতাংশের বেশি বাড়াতে চান পরিবহন মালিকরা।

আজ রোববার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে বিআরটিএ দপ্তরে বৈঠকে এ প্রস্তাব দেন পরিবহন মালিকরা। তাদের এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

পরিবহন মালিকদের পক্ষ থেকে নতুন প্রস্তাবে বলা হয়েছে, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে দুই টাকা করার প্রস্তাব হয়েছে। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা গুনতে হবে। ভাড়া বৃদ্ধির এ হার ৪০.৮৫ শতাংশ।

এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, প্রস্তাব হয়েছে তা বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার। এতে ৭০ পয়সা ভাড়া বাড়বে। বাড়তি ভাড়ার এ শতকরা হার ৪১ দশমিক ১৮ শতাংশ।

মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এতে ভাড়া বাড়ে কিলোমিটারপ্রতি ৮০ পয়সা। ভাড়া বৃদ্ধির এ হার ৫০ শতাংশ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে ভাড়া পর্যালোচনার বৈঠকে তাদের এই প্রস্তাব তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এ প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ৪০ | শতাংশ | ভাড়া | বাড়ানোর | দাবি | প্রস্তাব | মন্ত্রণালয়ে