আর্কাইভ থেকে জাতীয়

বাজারে নকল ও ভেজাল কসমেটিকস পণ্যে ভরে গেছে : ভোক্তা ডিজি

বাজারে নকল ও ভেজাল কসমেটিকস পণ্যে ভরে গেছে : ভোক্তা ডিজি
দেশের প্রতিটি বাজার নকল ও ভেজাল কসমেটিকস পণ্যে ভরে গেছে। তাই সারাদেশে নকল ও ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসব অভিযানে বাধা দেওয়া হলে সংশ্লিষ্ট বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে  জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। বুধবার (৫ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে ভোক্তা অধিদপ্তরের কসমেটিকস পণ্য আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ঈদকে কেন্দ্র করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ভোক্তার মহাপরিচালক বলেন, ঈদ উপলক্ষে বিশেষ কিছু পণ্য অনেক বিক্রি হয়, এরমধ্যে কসমেটিকস অন্যতম। কসমেটিকস সারা বছর যা বিক্রি হয়, ঈদেই তারচেয়ে বেশি বিক্রি হয়। কিন্তু ঈদকে টার্গেট করে ব্যবসায়ীরা নতুন করে মূল্য বাড়ায়। অনেক ক্ষেত্রে একই পণ্যের ওপর একাধিক ট্যাগ ব্যবহার করে। সফিকুজ্জামান বলেন, কসমেটিকসের বড় একটা অংশই আমদানি হয়। কিন্তু অভিযানে দেখা গেছে, যে পণ্যগুলো বিদেশ থেকে আসছে, সেগুলোর কোথাও আমদানিকারকের তথ্য নেই। এমনকি খুচরা বাজার থেকে কিনতে গেলে বিএসটিআইয়ের কোনো সিল থাকে না। প্রতিটি পণ্য দেশে আসলে অবশ্যই বিএসটিআইয়ের অনুমোদন থাকতে হবে। দামটাও সেভাবেই নির্ধারণ হবে। ভোক্তার মহাপরিচালক বলেন, এখন এমন কোনো কসমেটিকস নেই যা নকল হচ্ছে না। অনেক দেশের ভালো কিছু ব্র্যান্ডকেও নকল করা হচ্ছে। সেগুলোতে এমন সব কেমিক্যাল ব্যবহার হচ্ছে, যেগুলোতে ত্বকের ক্যানসার থেকে শুরু করে অনেক বড় ক্ষতি হতে পারে। অন্যান্য পণ্যের তুলনায় কসমেটিকসে ভেজালের অবস্থা খুব ভয়াবহ।          

এ সম্পর্কিত আরও পড়ুন বাজারে | নকল | ও | ভেজাল | কসমেটিকস | পণ্যে | ভরে | গেছে | | ভোক্তা | ডিজি