আর্কাইভ থেকে দেশজুড়ে

'সাদা সোনা' খ্যাত রসুনের বাম্পার ফলন, তবে দাম পাচ্ছেন না কৃষক

'সাদা সোনা' খ্যাত রসুনের বাম্পার ফলন, তবে দাম পাচ্ছেন না কৃষক
সিরাজগঞ্জের তাড়াশে বিনা চাষে লাগানো রসুনের বাম্পার ফলন হয়েছে। ঈদের আগে রসুনের বাম্পার ফলন হলেও প্রত্যাশিত বাজার দর পাচ্ছেন না তারা। অবশ্য কৃষকেরা বলছেন বাজার দর একটু বৃদ্ধি হলে তারা লাভবান হতে পারবেন। আর কৃষি বিভাগ বলছেন, রসুনের এবারের ফলন ভালো হওয়ায় আগামীতে রসুনের চাষে আগ্রহ বাড়বে কৃষকদের। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সরেজমিনে দেখা যায় চলনবিল অধ্যূষিত তাড়াশের ফসলি মাঠ থেকে শুরু হয়েছে রসুন ঘরে তোলার কাজ। তাই অনেকটাই ব্যস্ত সময় এখন এ অঞ্চলের কৃষকদের। প্রতি বিঘা জমি থেকে গড়ে ৩০ তেকে ৩৫ মন হারে উৎপাদিত রসুন বাজারে বিক্রি হচ্ছে ৩ হাজার ৫ শ’ থেকে ৭ শ’ টাকা দরে।  রসুনের বাম্পার ফলন হলেও , বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে রসুনের রঙ। এ কারণে উৎপাদনের খরচ শেষে খুব একটা লাভ থাকছেনা রসুন চাষিদের। ফলন ভাল হলেও কৃষকের রয়েছে অভিযোগ। বাজারে যখন তেল, সার ও শ্রমিকের মুল্য বৃদ্ধি হয়েছে। তখন কৃষকের ঘামঝড়ানো ফসল রসুনের  দাম আর একটু বাড়ানোর দাবী তাদের। তাড়াশ উপজেলা কৃষি  অফিসার বলেন, এ অঞ্চলে এবার রসুনরে বাম্পার ফলন হওয়ায় কৃষকেরা আগামীতে রসুন চাষে বেশি ঝুকবেন। কৃষি অধিদপ্তরের সূত্রে, তাড়াশ উপজেলায় এ বছর ৪ শ’ ৭০ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। যেখান থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার ৪ শ’ ৫৪ মে. টন রসুন উৎপাদন হয়েছে। এখান থেকে উৎপাদিত রসুন এ অঞ্চলের চাহিদা মিটিয়ে সারাদেশে রপ্তানি হবে  বলে আশা কৃষি বিভাগের।  

এ সম্পর্কিত আরও পড়ুন সাদা | সোনা | খ্যাত | রসুনের | বাম্পার | ফলন | দাম | পাচ্ছেন | কৃষক