আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতের ‘পদ্ম’ পুরস্কার পেলেন দুই বাংলাদেশি

ভারতের ‘পদ্ম’ পুরস্কার পেলেন দুই বাংলাদেশি

ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মভূষণ’ পেলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার পেশাদার কূটনীতিক প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলী। আর চতুর্থ সর্বোচ্চ সম্মাননা ‘পদ্মশ্রী’ পেয়েছেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ এবং বাংলাদেশে জাদুঘর আন্দোলনের পথিকৃৎ ড. এনামুল হক।

সোমবার (৮ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে মোয়াজ্জেম আলীর পক্ষে ‘পদ্মভূষণ’ নেন তার স্ত্রী তূহফা জামান আলী। আর স্বশরীরে ‘পদ্মশ্রী’ গ্রহণ করেন ড. এনামুল হক। ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ তাদের হাতে সম্মানজনক এ পুরস্কার তুলে দেন।

গত বছর প্রয়াত মোয়াজ্জেম আলী ও ড. এনামুল হককে ‘পদ্ম’ সম্মাননার জন্য মনোনীত করা হয়। ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০২০ সালের ২৫ জানুয়ারি তাদের সম্মানিত করার ঘোষণা দেয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে করোনার কারণে এতদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে পারেনি ভারত। সম্প্রতি দেশটিতে মহামারি পরিস্থিতির উন্নতি হয়েছে। ফলে এদিন তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হলো।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | পদ্ম | পুরস্কার | পেলেন | দুই | বাংলাদেশি