আর্কাইভ থেকে জাতীয়

জ্বালানি তেল থেকে সাত বছরে লাভ ৪৩ হাজার কোটি টাকা : সিপিডি

জ্বালানি তেল থেকে সাত বছরে লাভ ৪৩ হাজার কোটি টাকা : সিপিডি

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি জানিয়েছে, গেল সাত বছরে জ্বালানি তেল বিক্রি করে সরকারের আগের লোকসানের চেয়েও প্রায় পাঁচ হাজার কোটি টাকা বেশি টাকা আয় হয়েছে। তাই এই মুহূর্তে নতুন কোরে তেলের দাম বাড়ানো অযৌক্তিক।

বুধবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য ও মতামত জানানো হয়। 

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়,  ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিপিসি জ্বালানি তেলে ৩৮ হাজার ৬শ’৪৬ কোটি টাকা লোকসান হয়েছে। এর বিপরীতে ২০১৫ থেকে ২০২১ অর্থবছর পর্যন্ত লাভ করেছে ৪৩ হাজার একশ’৩৮ কোটি টাকা। সেই হিসেবে বিপিসির কাছে এখনো প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা উদ্বৃত্ত আছে। 

এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলে দাম বাড়ার খবরে দেশের বাজারেও দাম বাড়াতে তোড়জোড় শুরু করে সরকার। এনার্জি রেগুলেটরি কমিশনকে পাত্তা না দিয়ে ডিজেল ও কেরোসিনের দাম ২৩ শতাংশ বাড়িয়ে দেয় বাংলাদেশ পেন্ট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। এর পর পরিবহন ধর্মঘটের তোপে বাস ভাড়া বাড়ে ২৭ শতাংশ। সিপিডি নীতিনির্ধারকরা মনে করেন, চরম দুর্নীতিতে নিমজ্জিত রয়েছে বিপিসি। সব পক্ষের মতামত নিয়ে জ্বালানির দাম বাড়ানোর জন্য রয়েছে বাংলাদেশ এনার্জী রেগুলেটরী কমিশন, বিইআরসি। অথচ তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে এই সংস্থাকে পাত্তাই দেয়া হয়নি। 

সিপিডি মনে করে, কোনোভাবেই জ্বালানির দাম বাড়ানো যাবে না। প্রয়োজনে দিতে হবে ভ্যাট ও শুল্ক ছাড় দেয়া যেতে পারে।
পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেল নিয়ে সরকারকে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। অন্যথায় কোভিডের কারণে যে তিন কোটি দরিদ্র সৃষ্টি হয়েছে। তাতে আরো কয়েক কোটি মানুষ যুক্ত হবে।  

এ সম্পর্কিত আরও পড়ুন জ্বালানি | তেল | সাত | বছরে | লাভ | ৪৩ | হাজার | কোটি | টাকা | | সিপিডি