হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে জুয়েল (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে হিলি সীমান্ত পিলার নং ২৮৫/ ২৫এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধরন্দা ফকিরপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক হাকিমপুর উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
হিলি সিপি ক্যাম্পের নায়েক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি, এক যুবক বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতেই সীমান্ত এলাকায় বিজিবির সদস্য মোতায়েন করা হয়। বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার নং ২৮৫/২৫এস পিলার এলাকা দিয়ে এই যুবক দেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়। এবং মামলা দায়ের করার আগে আটক যুবককে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মুক্তা মাহমুদ