আর্কাইভ থেকে জাতীয়

নভেম্বরের মধ্যে উত্তরা-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু

নভেম্বরের মধ্যে উত্তরা-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু
এমআরটি লাইন-৬ এর কাজ আমরা প্রায় শেষ করে এনেছি। চলতি বছরের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হবে মেট্রোরেল। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে। সেতুমন্ত্রী আরও বলেন, সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। দিস ইজ অ্যা চ্যালেঞ্জ। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। নির্ধারিত সময়ের আগে আমাদের অনেক কাজ হয়ে গেছে। কাঁচপুর সেকেন্ড ব্রিজ, মেঘনা, গোমতি নির্ধারিত সময়ের আগে হয়ে গেছে। বাংলাদেশের প্রকল্প থেকে ১১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেনাবাহিনীর আরও কয়েকটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগে হয়েছে। ঈদ অবশ্যই একটি চ্যালেঞ্জ, এটি হয়ে যায় রাস্তার জন্য। রাস্তা এখন সমতল থেকে সীমান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এত রোড নেটওয়ার্ক, এখানে আমাদের দেশে কখনো এত বিস্তৃত হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন নভেম্বরের | মধ্যে | উত্তরামতিঝিল | পর্যন্ত | মেট্রোরেল | চালু