আর্কাইভ থেকে দেশজুড়ে

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত

জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রসাশনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে  বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে। আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা পরিষদের সামন থেকে বাংলা নববর্ষ মঙ্গল শোভার র্যালী বাহির হয়ে উপজেলা সদরের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর আর্ট স্কুলের উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজিদুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোখলেছুর রহমান, উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সূধন ধর সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এদিকে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জাতির শান্তি সমৃদ্বি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা সহ অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন জগন্নাথপুরে | বর্ণাঢ্য | আয়োজনে | পহেলা | বৈশাখ | পালিত