আর্কাইভ থেকে দেশজুড়ে

ওভারব্রিজ ভাঙাকে কেন্দ্র করে আগুনের অভিযোগ

ওভারব্রিজ ভাঙাকে কেন্দ্র করে আগুনের অভিযোগ
রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার নেপথ্যের কারণ নিউমার্কেটের গাউছিয়ার সঙ্গে ঢাকা নিউ সুপার মার্কেটে সংযোগ ওভারব্রিজ। যেটি মধ্যরাতে ভাঙা শুরু করে। বলেছেন মার্কেটের ইলেকট্রিশিয়ান এবং ব্যবসায়ীরা। তাদের অভিযোগ ওভারব্রিজের বৈদ্যুতিক তার থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। গণমাধ্যমকে নিউমার্কেটের ইলেকট্রিশিয়ান বলেন, ‘সকালবেলা আমাকে আমার সিকিউরিটি ফোন করে বলেন, পূর্ব পাশের ওভারব্রিজ ভাঙছে। আমি বললাম ওইখানে আমার ইলেকট্রিক লাইন আছে। আমি দ্রুত সেখানে চলে আসি। এসে ১০ মিনিটও দাঁড়াতে পারি নাই এরই মধ্যে আগুন লেগে যায়।’ এ সময় নিউমার্কেটের ব্যবসায়ীরা বলেন, তারা ওভারব্রিজ ভাঙতে নিষেধ করেন। তাও কেউ শুনেননি। আর মধ্যরাতে কেন এই কাজ করতে হবে বলেও মন্তব্য করেন কেউ কেউ। এদিকে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে মার্কেটের তৃতীয় তলাতেই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। নিউমার্কেটে রাস্তা পারাপারের জন্য এই ফুটওভার ব্রিজটি মূলত ব্যবহার করা হলেও এই ফুটওভার ব্রিজ দিয়ে মার্কেটের তৃতীয় তলায় যাওয়া যেত। সেখানেই ঘটে আগুন লাগার ঘটনা। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছে র‍্যাব। বর্তমানে ব্যবসায়ীরা মার্কেটের সামনের অংশ থেকে যে দোকানগুলো আছে, সেখান থেকে তাদের মালামালগুলো বের করছেন। কিছু পুড়ে গেছে, আর অধিকাংশ মালামাল পানিতে ভিজে গেছে। এদিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রি. জেনারেল মো. মাইন উদ্দিন দাবি করেছেন, সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে ফায়ার ফাইটাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন ওভারব্রিজ | ভাঙাকে | কেন্দ্র | করে | আগুনের | অভিযোগ