আর্কাইভ থেকে ফুটবল

প্রশ্নের উত্তর না দিয়ে কাজী সালাউদ্দিন বললেন ‘থ্যাংক ইউ’

প্রশ্নের উত্তর না দিয়ে কাজী সালাউদ্দিন বললেন ‘থ্যাংক ইউ’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফিফা  নিষিদ্ধ করার পর সে বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে বাফুফে ভবনে সংবাদ সম্মেলন ডেকেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। সোহাগকে নিষিদ্ধ করা দেশের ফুটবলের জন্য লজ্জাজনক কি না? এমন প্রশ্ন শুনে সালাউদ্দিন কোন উত্তর দিলেন না। শুধু বললেন, ‘থ্যাংক ইউ’। তারপর তড়িঘড়ি করে বেড়িয়ে গেলেন সংবাদ সম্মেলন কক্ষ থেকে। আজ শনিবার (১৫ মার্চ) বিকেলে  সালাউদ্দিন তাঁর বক্তৃতায় বলেন, এরই মধ্যে ফিফার সিদ্ধান্ত মেনে সোহাগকে সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বাফুফে সভার পর। সে সভা কখন হবে, তা জানাতে গিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের ভাইস প্রেসিডেন্টদের মধ্যে দুজন ভাইস প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন। তাই আমি বৈঠক ডাকতে পারিনি। ওনারা কাল–পরশু দেশে এসে পৌঁছাবেন। সকালে এসে পৌঁছালে পরশু দিন আমরা বৈঠক ডেকে সিদ্ধান্ত নেব। এরপর আপনাদের জানিয়ে দেব পরবর্তী পদক্ষেপ কী হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন প্রশ্নের | উত্তর | দিয়ে | কাজী | সালাউদ্দিন | থ্যাংক | ইউ